আপনজন ডেস্ক: অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি ও রোবোভ্যান উন্মোচন করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই স্বয়ংক্রিয় যানবাহনগুলোর প্রোটোটাইপ উন্মোচন করেন টেসলার সিইও ইলন মাস্ক। তিনি জানান, এগুলো পরিবহন খাতে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। রোবোট্যাক্সি ট্যাক্সি সার্ভিস হিসেবে ভাড়া করা যাবে এবং এর বিশেষ বৈশিষ্ট্য হলো এতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই। অনুষ্ঠানে ইলন মাস্ক স্বয়ংক্রিয়ভাবে চলা এক রোবোট্যাক্সিতে চড়ে মঞ্চে উপস্থিত হন। এটা দর্শকদের অবাক করে দেয়। মাস্ক দাবি করেন, মানুষ চালিত গাড়ির তুলনায় রোবোট্যাক্সি ১০ গুণ বেশি নিরাপদ। রোবোভ্যানটিতে ২০টি আসন রয়েছে, যা শাটল সার্ভিসের জন্য ব্যবহৃত হবে। ২০২৬ সালের প্রথম দিকে এগুলোর উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে টেসলার অতীত পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের মধ্যেই রোবোট্যাক্সি বাজারে আনার লক্ষ্য ছিল, যা বাস্তবায়িত হয়নি।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সালেও উৎপাদন শুরু নিয়ে কিছু অনিশ্চয়তা থাকতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct