নিজস্ব প্রতিবেদক, বালুরঘাট, আপনজন: ‘দক্ষিণ দিনাজপুর জেলার ভূগোল,পরিবেশ এবং সংস্কৃতি’ শীর্ষক বইটি গত ৮ ই অক্টোবর বালুরঘাট পুরসভা পরিচালিত “সুবর্ণ তট” সভাগৃহে প্রকাশিত হলো। বইটির লেখক,পেশায় শিক্ষক সজল মজুমদার। উক্ত বই প্রকাশ অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ দিনাজপুর মাঝিয়ান ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড: জ্যোতির্ময় কার ফর্মা। এছাড়াও অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড: সমিত কুমার সাহা, ইতিহাসবিদ ড: সমিত ঘোষ, বঙ্গরত্ন ও সমাজসেবী তাপস কুমার চক্রবর্তী, শিক্ষা ইনস্টিটিউটের কর্মধার দীপক মন্ডল, লেখক কৃষ্ণপদ মন্ডল এবং সমাজসেবী প্রদীপ সাহা, বরিষ্ঠ শিক্ষক সম্বিত ফনি সহ জেলার একাধিক কবি ,লেখক ,পত্রিকা সম্পাদক এবং শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী ব্যক্তিরা। অনুষ্ঠানের শারদীয়ার আগমনী গান দিয়ে শুভ সূচনা করেন সংগীতশিল্পী পঞ্চমী ভাদুরি। মনোজ্ঞ আবৃত্তি পরিবেশন করেন সঙ্গীতা দাশ হোর এবং দেবারতি অধিকারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমেন পাল।
প্রসঙ্গত বইটির ইতিবাচক এবং নেতিবাচক দিক নিয়ে বিশদে বলেন সম্মানীয় অতিথিবৃন্দরা। বইটি প্রসঙ্গে জেলার বিশিষ্ট ইতিহাসবিদ ড: সমিত ঘোষ জানালেন, “ জেলার ভূগোল, পরিবেশ নিয়ে এই প্রথম একক একটি কাজ প্রকাশিত হলো। আগামী দিনে যারা ভূগোল তথা আঞ্চলিক ভূগোল নিয়ে গবেষণা করতে চায়,তাদের এই বইটি অবশ্যই কাজে লাগতে পারে। এর সঙ্গে সংস্কৃতি এবং পরিবেশ বিষয়টিও যুক্ত আছে। আর পরিবেশ এই মুহূর্তে বিশ্বজুড়ে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। আগামী প্রজন্মের কাছে এই বইটি বিশেষভাবে সহায়ক হবে বলে আমি মনে করি।” অন্যদিকে বালুরঘাটের প্রতিযোগিতামূলক কোচিং ইনস্টিটিউট “শিক্ষা” র কর্ণধার দীপক মন্ডল বললেন,” বর্তমান প্রজন্ম যখন নেট দুনিয়া নিয়ে প্রায় সর্বক্ষণ ব্যস্ত,সেখানে নবীন প্রজন্মের কাছে নবীন লেখক সজল মজুমদারের এই বই যথার্থ ইতিবাচক ইঙ্গিত বহন করছে। এখনকার নবীন প্রজন্ম যে বই লেখাতেও সমান আগ্রহী এবং পারদর্শী সেটা সজল প্রমাণ করলো। তাছাড়া এই সময় দাঁড়িয়ে যে কোন নতুন বইয়ের প্রকৃত বাণিজ্যিকীকরণ দরকার। যে কোনো বইয়ের ডিজিটালাইজড ফর্ম পাঠকদের কাছে সুগম্যতা বাড়াতে সাহায্য করে। সেখানে প্রকাশক তথা লেখক হিসেবে ওর এই বলিষ্ঠ এবং সাহসী পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়।” লেখক কৃষ্ণপদ মন্ডল বললেন, “ বইটিতে সামান্য মুদ্রণজনিত ত্রুটি থাকলেও সামগ্রিক দিক থেকে এই বইটি অত্যন্ত কাজের। ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক, তথ্যসমৃদ্ধ, সাক্ষাৎকার ভিত্তিক হওয়ায় বইটির গ্রহণযোগ্যতা বেড়েছে।” লেখক সজল মজুমদার বইটি প্রসঙ্গে বললেন,” এই জেলা নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ লেখা লিখতে না পারলেও শুধুমাত্র ভূগোল, পরিবেশ, সংস্কৃতি নিয়ে প্রায় সমস্ত বিষয়কেই এই বইটিতে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। আগামীতেও জেলা নিয়ে নিত্য নতুন অনুসন্ধান লেখার মাধ্যমে অব্যাহত থাকবে।” উল্লেখ্য বর্তমানে এই বইটি প্রকাশের পর উপলব্ধ রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct