সাবের আলি, সালার, আপনজন: মুর্শিদাবাদ সালার থানার কান্দরা গ্রামে বোমের আঘাতে মৃত্যু এক। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমা ও লাঠিসোঁটার আঘাতে আঘাতে মৃত্যু হলো ব্লক সভাপতি অনুগামী এক তৃণমূল কর্মীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম আলাই সেখ। বয়স আনুমানিক ৫৫, তার বাড়ি কান্দরা গ্রামের মিল্কিপাড়ায়। সোমবার রাতের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দরা বাসস্টপেজ সংলগ্ন এলাকার।
ভরতপুর-২ ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এদিন আনুমানিক রাত ৯ টা নাগাদ মালিহাটি পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক রউফ আলী দলীয় কার্যালয় থেকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল। তার মোটর বাইকের পেছনে বসে ছিল মৃত তৃণমূল কর্মী অর্থাৎ রউফ আলীর কাকা আলাই সেখ। সেই সময় দুষ্কৃতীরা রউফ আলীকে প্রাণে মারার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে। ঘটনাস্থল থেকে কোন রকম ভাবে রউফ আলি ছিটকে পালিয়ে যেতে সক্ষম হলেও, পালাতে পারেনি আলাই সেখ। ব্লক সভাপতির অভিযোগ সেই সময় তাকে বোমা মারা হয় পরে লোহার শাবল কাঠের চেলা ও ভোজালী দিয়ে প্রহার করা হয়।ঘটনাস্থল থেকে জখম অবস্থায় তাকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় কান্দি এসডিপিও শাশ্রেক আম্বারদার সহ বিশাল পুলিশবাহিনী।
প্রসঙ্গত, কয়েক মাস ধরে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা লেগে রয়েছে। এমনকি পূজোর আগেই কান্দরা বাস স্টপেজ এলাকায় দুই পক্ষের মধ্যে বোমাবাজিও হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার দখল নিতে দুই পক্ষের মধ্যে এই ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct