নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মালদহ জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৬ লক্ষ টাকা ব্যয়ে সাব মার্সিবল পাম্পের কাজ শুরু হল মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রামে জামা মসজিদে। কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আমিনুল হকের উদ্যোগে এই কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন। আমেনুল বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল। পঞ্চায়েত ভোটের সময় কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম। দৌলতনগর, ইসলামপুর ও মালিওর ২ এই তিনটি অঞ্চলে একাধিক গার্ডওয়াল,পাঁচিল ও সাব মার্সিবল স্কিম ধরা হয়েছে।সেগুলি শীঘ্রই কাজ শুরু হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct