নাজমুস সাহাদাত, কালিয়াচক, আপনজন: গোটা ভারতবর্ষের এক বিখ্যাত সেবা প্রতিষ্ঠান হিসেবে বলা যায় আজমল ফাউন্ডেশন। আর এই আজমাল ফাউন্ডেশন বহু মানুষের জন্য মাসিহা হিসেবে পৌঁছে যাই অভাব ও দুর্যোগদের পাশে। প্রসঙ্গত, করোনা ভাইরাস, রমজান তোহফা, শীতার্তদের কম্বল, বন্যাকালে এবং কি সর্বদাই মানুষের পাশে দাঁড়ান আসামের বিখ্যাত শিল্পপতি বদরুদ্দীন আজমল। বিগত প্রায় দুই মাস ধরে মালদহের মানিকচক থানার অন্তর্গত ভূতনির তিনটি অঞ্চলের বহু গ্রাম ভয়াবহ ভাবে বন্যার জলে হাবুডুবু। যার ফলে প্রায় দুই লক্ষ পরিবার ঘরবাড়ি ছাড়া এবং সেখানকার সকল মানুষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ। আর এই ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে আজমাল ফাউন্ডেশন এর কর্ণধার অর্থাৎ বিশিষ্ট শিল্পপতি বদরুদ্দীন আজমলের গোচরে নিয়ে আসেন মালদার বিশিষ্ট সমাজসেবী মুহাম্মদ নজরুল ইসলাম। বন্যা পরিস্থিতির আর্তনার সোনা মাত্রই সঙ্গে সঙ্গেই বন্যার্তদের জন্য আজমল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করবার জন্য আদেশ প্রদান করেন ফাউন্ডেশনের রাজ্য কোঅর্ডিনেটর মোহাম্মদ নজরুল ইসলামকে। এদিন মানিকচকের ভূতনির উত্তর চন্ডিপুর সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে কয়েকদিন ধরে প্রায় কয়েক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন আজমল ফাউন্ডেশন এর রাজ্য নেতৃত্বরা। এছাড়াও মানিকচক থানা এলাকার কামালতি পুর গ্রামেও গঙ্গা ভাঙ্গনে ধ্বসে যাচ্ছে একটি গ্রাম। বেশ কিছুদিন ধরে কয়েকটি বাড়ি সহ রাস্তাঘাট, জমি ও গাছপালা তলিয়ে গেছে নদীগর্ভে। দিশেহারা কামালতিপুর গ্রামের প্রায় পাঁচশত পরিবার। অনেকেই ঘরবাড়ি ছাড়া, চারিদিকে অনাহারের আর্তনাদ। সকলেই দিন আনা দিন খায় মানুষরা চোখের জলে জর্জরিত। নেই কোন সাহারা, কোথায় থাকবে কি নিয়ে বাঁচবে! সব স্বপ্ন এখন গঙ্গা তলে। এদিন মঙ্গলবার মারকাজুল মারিফের আর্থিক সহযোগিতায় কামালতিপুর গঙ্গা ভাঙন এলাকায় প্রায় পাঁচশত দুস্থ মানুষদের খাদ্য বিতরণ করলেন সমাজসেবী নজরুল ইসলাম। মালদা জেলার বিশিষ্ট সমাজসেবী হাফেজ কারী মাওলানা নজরুল ইসলাম বলেন, বন্যাদুর্গত মানুষদের কিছুটা পরিত্রাণ দিতে এগিয়ে আসেন সমাজদরদী আসামের প্রখ্যাত শিল্পপতি বদরুদ্দীন আজমল সাহেব। আজমল ফাউন্ডেশন আসাম এবং পশ্চিমবঙ্গ সহ সারা ভারতজুড়ে মানবসেবার নজির গড়েন। বিগত দিনের মত মালদার এই বন্যা সংকটেও আমরা আরও একবার নিজেদের হাত বাড়িয়ে দিলাম। আমাদের বন্যাত্রান ক্যাম্প আয়োজিত কয়েকদিন ধরে একাধিক ক্যাম্পের মাধ্যমে কয়েক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। হাজার হাজার মানুষকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠ ভাবে ক্যাম্পটি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার মানবিক ও শিক্ষানুরাগী জনাব মোস্তাক হোসেন সাহেব এর আর্থিক সহায়তায় আমরা বহু মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct