এহসানুল হক, বসিরহাট, আপনজন: বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে অভব্য আচরণ এবং গালিগালাজের অভিযোগ উঠল টাকি পুরসভার বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল, তাঁর পরিবার এবং দলীয় সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল রবিবার গভীর রাতে। যদিও ঘটনার সময় বিধায়ক ওই গাড়িতে ছিলেন না বলেই খবর। তবে বিধায়কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সোমবার সন্ধ্যায় হাসনাবাদ থানায় অভিযোগ জানান বিধায়ক নিজে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম-পরিচয় অবশ্য এখনও জানা যায়নি।টাকি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা। রবিবার রাতে ওই ওয়ার্ডের ভিতর দিয়েই বিধায়কের গাড়ি যাচ্ছিল। গাড়িতে ছিলেন বিধায়কের নিরাপত্তারক্ষীরা। কাউন্সিলর, তাঁর মেয়ে ও কয়েক জন দলীয় সমর্থকও সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময়েই কাউন্সিলর ও তাঁর অনুগামীরা বিধায়কের গাড়ি আটকান। ঘটনার যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে বিধায়কের গাড়ির বনেটে উঠে বসেছেন কাউন্সিলর-কন্যা। এই ঘটনাকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় হাসনাবাদ থানায় দোষীদের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম ঢালী সহ একাধিক বিশিষ্ট নেত্রী বর্গ। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা বাকিবুল্লা বলেন, শুধু বসিরহাটের দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জির গাড়ির উপরে বা তার নিরাপত্তা কর্মীদের উপর আক্রমণ হয়, মুসলিম ভাবা বেগে আঘাত করেছে তারা। বিশেষ ধর্মের মানুষদের উল্লেখ করে ওই বিজেপি কাউন্সিলর অকথ্য ভাষায় আক্রমণ করে বলে অভিযোগ। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি।আজ আমরা হাসনাবাদ থানায় এই বিষয় নিয়ে ডেপুটেশন দিয়ে, যাতে পুলিশ ব্যাবস্থা নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct