সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: শারদীয়া দুর্গোৎসব ঘিরে মেতে উঠেছিল আপামর বাঙালি। পঞ্জিকার দিনক্ষণ অনুসারে নিয়মনীতি তথা আচার আচরণ বিধি পালনের মাধ্যমে জেলার সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নেই পালিত হয় দুর্গোৎসব।প্রতিমা বিসর্জনের পর চলছে বিজয়াদশমীর শুভেচ্ছা বিনিময় সহ মিষ্টি মুখ করানোর পর্ব। সেরূপ মঙ্গলবার সদাইপুর থানার উদ্যোগে বিজয়াদশমী কে সামনে রেখে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি পালন করা হয়।এদিন সদাইপুর থানার আওতাধীন ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে জাম্বুনি বাস স্ট্যান্ড এলাকায় “বিজয়া শুভেচ্ছা” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা সম্পর্কে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং নিরাপদ ড্রাইভিং অনুশীলনের প্রচার করা। “সেফ ড্রাইভ সেভ লাইফ” সম্পর্কিত সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।পাশাপাশি পথ চলতি মানুষজন সহ গাড়ির চালকদের ও মিষ্টি বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সিউড়ি,সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞা সহ স্থানীয় থানার অন্যান্য পুলিশ অফিসার ও সিভিকভলিন্টিয়ারগন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct