নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম, আপনজন: মঙ্গলবার সাঁকরাইল ব্লকের নয়াগা এলাকায় নদীতে তলিয়ে রাহুল মাইতি নামে ১৪ বছরের এক বালকের মৃত্যু হয়। রাহুল মঙ্গলবার দুপুর নাগাদ তার দাদা বিশালের সঙ্গে বনপুরা এলাকায় ডলুং নদীতে স্নান করতে নামে। এরপর জলের তোড়ে দুজনেই তলিয়ে যেতে থাকে। বিশাল কোনোরকমে ওপরে ওঠার পর রাহুলকে বাঁচানোর অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি। নদীর জলে তলিয়ে যায় রাহুল। স্থানীয়রা ঘটনাস্থলে দীর্ঘক্ষণ খোঁজার পর রাহুলের দেহ উদ্ধার করেন। ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, রাহুল বাইরে পড়াশোনা করত। পুজোর ছুটিতে বাড়ি এসেছিল। সেই সাঁতার জানতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগরের পদ্মার ভাঙনে তলিয়ে গেলেন এক সিভিক ভলেন্টিয়ার সহ আরো একজন।এদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও বাকি একজন নিখোঁজ। নিখোঁজ রয়েছেন সিভিক ভলেন্টিয়ার।নিখোঁজ সিভিক ভলেন্টিয়ারের নাম অসিকুল ইসলাম।বাড়ি লালগোলার রাধাকৃষ্ণপুর এলাকায়।সে ডিআইবিতে সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন সে।সে ডিউটি অবস্থায় ছিল। উদ্ধার করা হয়েছে মুখলেসুর রহমানকে। নিখোঁজের সন্ধানে বিএসেফের পক্ষ থেকে উদ্ধার অভিযান করা হচ্ছে।আতঙ্কে আসবাবপত্র নিয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা।ঘটনাস্থলে রয়েছে লালগোলা থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct