আপনজন ডেস্ক: লক্ষ্মী পুজোয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শব্দবাজি ফাটানো যাবে না। নিষিদ্ধ শব্দবাজি ফাটানো কিংবা মজুদ রাখা ও ব্যবহার করা আইনত অপরাধ। শহরবাসীকে সেই কথা স্মরণ করাতে মঙ্গলবার বিকেল থেকে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ,বনগাঁ সহ বিভিন্ন এলাকায় মাইকে প্রচার শুরু করে পুলিশ প্রশাসন। শুধু প্রচার নয় এর পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি আটক করতে শুরু হয়েছে পুলিশের অভিযান। ইতিমধ্যেই বারাসত, বনগাঁ, হাবড়া ,অশোকনগর ও হাসনাবাদ এলাকায় হানা দেয় পুলিশ নিষিদ্ধ শব্দ বাজির সন্ধানে। বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে নিষিদ্ধ শব্দ বাজি। লক্ষ্মীপুজোর আগের দিন মঙ্গলবার বিকেল থেকে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় প্রচার অভিযান শুরু করে পুলিশ। লক্ষ্মী পুজোয় যাতে কেউ শব্দবাজি ব্যবহার না করে তার জন্য সতর্ক করা হয়। আদালতের নির্দেশ মেনে পরিবেশবান্ধব আতশবাজি অর্থাৎ আলোর রোশনাই যে বাজিতে হয় সেই ধরনের বাজি ব্যবহার করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে আবেদন জানানো হয়। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ্যের যেসব জায়গায় বাজি তৈরি ও মজুত হয় সেই সব এলাকায় ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ। বারাসাতের দত্তপুকুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ, মহেশতলা, চম্পাহাটি সহ মেদিনীপুরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পুলিশ। কালীপুজোর এখনো অনেকটা দেরী। কিন্তু লক্ষী পূজোর আগেই রাজ্যে শব্দ বাজির ব্যবহার মজুদ ও বিক্রি বন্ধে তৎপর হয়ে উঠল পুলিশ। এছাড়া ভিন রাজ্যের থেকে আসা বাস ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে বেআইনি শব্দ বাজির সন্ধানে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শহরের বিভিন্ন এন্ট্রি পয়েন্টে নজরদারি চলবে ২৪ঘন্টা ধরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct