অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পাশে থাকার বার্তা নাগরিক সমাজের। মঙ্গলবার সব বয়সের মানুষকেই বালুরঘাটে এই প্রতীকী অনশনে শামিল হতে দেখা যায়। জানা গিয়েছে, তিলোত্তমার খুনিদের শাস্তি সহ আরও ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা ধর্মতলায় আমরণ অনশন করছেন। তাঁদের প্রতি সংগতি জানিয়ে বালুরঘাটে নাগরিক সমাজের ডাকে এই ১২ ঘন্টার প্রতীকী অনশন চলছে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত জেলা মিউজিয়ামের বিপরীতে ১২ ঘন্টা প্রতিটি অনশনে শামিল হয় নাগরিক সমাজ। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই প্রতীকী অনশন চলবে রাত্রি দশটা পর্যন্ত।
এ বিষয়ে প্রতীকী অনশনের শামিল এক প্রতিবাদী জানান, ‘আরজি করের ঘটনার পর থেকেই আমরা আন্দোলনে নেমেছিলাম বিভিন্ন সময়। কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। ৮ থেকে ৮০ কেউই এই বাংলায় নিরাপদ নয়। তাই আমরা ঠিক করেছি যতদিন পর্যন্ত না অভায়া ন্যায় বিচার পাচ্ছে, ততদিন এই প্রতিবাদ আমাদের চলবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct