সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু করতে হবে। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এই রেফারেন্স সিস্টেম চালু করা হয়েছে। রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হলো সেন্ট্রাল রেফারেল সিস্টেম। জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু করতে হবে। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন পরীক্ষামূলকভাবে এই রেফারাল সিস্টেম চালু করা হয়েছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে চালু হওয়ার কথা ছিল এবং সেই মতন মঙ্গলবার থেকে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। গোটা রাজ্যে নভেম্বর মাস থেকেই এই নতুন সিস্টেম চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
দক্ষিণ ২৪ পরগনা জেলার হাসপাতালগুলিতে চালু হয়েছে রেফারেল সিস্টেম। কিভাবে কাজ করবে রেফারেল সিস্টেম? স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন (HIMS) সিস্টেমের মাধ্যমে কাজ করবে এই রেফারেল সিস্টেম। ক্যানিং হাসপাতাল থেকে ভাবুন কাউকে রেফার করা হলো এমআর বাঙুর হাসপাতালে, তখন ক্যানিং হাসপাতাল থেকে এই সিস্টেমের মাধ্যমে এবার বাঙ্গুর হাসপাতালকে জানাতে হবে রোগী রেফারের ব্যাপারে।
এবার বাবু হাসপাতাল খতিয়ে দেখবে যে বেড ফাঁকা রয়েছে কিনা যদি ফাঁকা থাকে তাহলে এই সিস্টেমের মাধ্যমেই তারা ক্যানিং হাসপাতালকে বার্তা পাঠাবেন এবং রোগীকে নিয়ে আসা হবে এমআর বাঙ্গুর হাসপাতালে । যদি এমআর বঙ্গুর হাসপাতালে বেড না থাকে তাহলে এইচএমআইএস মাধ্যমে ক্যানিং হাসপাতালকে জানিয়ে দেওয়া হবে এবং অন্য জায়গায় স্থানান্তর করা হবে রোগীকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct