নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: ফরাক্কার রেল কলোনির নাবালিকা শিশু কন্যাকে নির্যাতন ও খুন কাণ্ডের দুদিন পরেও হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় থাকায় মৃতদেহ ময়না তদন্ত নিয়ে জটিলতা দেখা দিয়েছে। মঙ্গলবারও মৃতদেহ রাখা আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বলে জানাযায়। আর শিশু কন্যার মৃত্যুকে ঘিরে ফরাক্কায় শুরু হয়েছে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই। মঙ্গলবার দুপুরে ফরাক্কায় এলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খাঁন চৌধুরি। কথা বলেন মৃত শিশু কন্যার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আরজিকর কাণ্ডের আবহেই এধরনের নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস সাংসদ। অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ঈশা খাঁন চৌধুরী।
এদিন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম নিহত শিশু কন্যার বাড়ি যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমি এই ঘটনায় খুব মর্মাহত, নিহত শিশু কন্যার পরিবারের পাশে আছি। পুলিশ এই ঘটনায় মুল অভিযুক্ত কে গ্রেফতার করেছে। আমরা এই ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাছি। ঘটনার দুইদিন পরেও বিরোধীদের নোংরা রাজনীতির জন্য অইনি জটিলতায় আজও মৃতদেহের ময়নাতদন্ত হয়নি, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাছি।
উল্লেখ করা যেতে পারে, রবিবার সকালে ফারাক্কা থানা এলাকার দীনবন্ধু হালদার নামে এক ব্যক্তির বাড়ি থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করা হয় নয় বছরের এক শিশু কন্যার। পুলিশ নাবালিকা শিশু কন্যাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। রাতেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসীরা। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে ধরে মারধর করে জনতা বলে জানাযায়। বর্তমানে চিকিৎসাধীন হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিযুক্ত দীনবন্ধু হালদার। নিহত পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রফতার করে পুলিশ।
যদিও মঙ্গলবার দুপুরে পর্যন্ত করা হয়নি ময়নাতদন্ত বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে অবেদনের জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ও ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্তের করা হোক। হাইকোর্টের সেই অবেদনের রায়ের কপি না পাওয়ায় এখনো ময়নাতদন্ত হয়নি বলে জানা যায়। এদিকে গ্রামবাসীর দাবি, ময়নাতদন্ত নিয়ে রাজনীতি হচ্ছে। দ্রুত ময়নাতদন্ত হোক। এবং দোষীর ফাঁসির সাজা চায়। নাবালিকার মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ হোক।পুলিশ সুত্রে জানাযায়, এই ঘটনায় খুন এবং তথ্য লোপাট করার পাশাপাশি পকসো আইনে মামলা করে ফারাক্কা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct