আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আকসা শহিদ হাসপাতালের মাঠে নির্মিত তাঁবুতে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল-মায়াদিন জানিয়েছে, রোববার (১৩ অক্টোবর) মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে অবস্থিত এই হাসপাতালের মাঠে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলার পরপরই আগুন ধরে যায়, যা ৩০টি তাঁবুতে ছড়িয়ে পড়ে। এই তাঁবুগুলোতে থাকা বেসামরিক নাগরিকরা আগুনের মধ্যে আটকা পড়ে।
গাজার সিভিল ডিফেন্সের মতে, ইসরায়েলের এই আগ্রাসন দেখিয়ে দিল যে, গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়।
এছাড়াও আল-মুফতি স্কুলেও বোমা হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। যেখানে ২২ ফিলিস্তিনি নিহত হন। যার মধ্যে ১৫টি শিশু এবং একজন নারী ছিলেন। এই স্কুলটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল এবং এটি কোনো যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত ছিল না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct