আপনজন ডেস্ক: চলমান উত্তেজনা বেড়ে যাওয়ায় দুই কোরিয়ার সীমান্তের কাছে আন্তঃকোরীয় সড়ক ও রেল লাইনগুলো বিচ্ছিন্ন করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার ওই সড়ক ও রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় তারা। এর প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণের সাথে সংযুক্ত কিছু সড়ক ও রেললাইনের উত্তরাংশ ধ্বংস করা হয়। দক্ষিণের সামরিক বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সীমান্ত সড়কে বিস্ফোরণ ঘটে ও ধোঁয়ার কুণ্ডলী ওপরের দিকে উঠতে থাকে। তবে বিস্ফোরণের আগে দক্ষিণ কোরিয়ার দিকে কালো বেড়া দিয়েছিল উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সীমান্তে দেখা গেছে, সেখানকার সড়ক চিহ্নে লেখা আছে ‘বিদায়’এবং উত্তর কোরিয়ার কেসং শহরটি ১০ মিটার দূরে। ভিডিওতে কয়েকটি ডাম্প ট্রাক ও মাটি সরানোর যন্ত্রাংশ দেখা গেছে। উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা সেই যানবাহনগুলো পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন।
সিউলের একীকরণ মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এ ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে এবং একে আন্তঃকোরীয় পূর্বের চুক্তিগুলোর স্পষ্ট
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct