দেবাশীষ পাল, মালদা, আপনজন: সারা রাজ্যের সাথে চিকিৎসকদের কর্ম বিরতির প্রভাব মালদা জেলাতে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত। আউটডোরে রোগের সংখ্যা কম কার্য তো নেই বললেই চলে। মালদাতে চিকিৎসকদের চেম্বার বন্ধ। আজকে আই এম এ -এর মালদা শাখার পক্ষ থেকে আইএমএ ভবনের সামনে দুদিনের জন্য খোলা হয় অভয়া ক্লিনিক।আরজি কর কান্ডে ন্যায় বিচার সহ একাধিক দাবীতে কোলকাতায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। তাই অনশনকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে দুদিনের কর্মবিরতি পালন করছেন মালদা আইএমএ শাখার সিনিয়র ডাক্তাররা। তবে শুধু কর্মবিরতি পালন নয়।সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে খুলেছেন অভয়া ক্লিনিক। দুদিনের জন্য মালদা আই এম.এ ভবনে অভয়া ক্লিনিক খুলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন সাধারণ মানুষকে। মঙ্গলবার এই ক্লিনিকের দ্বিতীয় দিনে চিকিৎসা পরিষেবা দিতে হাজির ছিলেন মালদা আইএমএ শাখার বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ একাধিক সিনিয়র ডাক্তার।
তাদেরই একজন জেনারেল ফিজিসিয়ান ডাঃ তপন হালদার জানালেন, অভয়ার ন্যায় বিচারের দাবিতে কলকাতার বুকে জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন করছেন। তাই জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিতে সোম ও মঙ্গলবার এই দুদিন তারা চেম্বার বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। তবে চেম্বার বন্ধ থাকলেও সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে অভয়া ক্লিনিক খুলেছেন। সেই ক্লিনিকেই সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct