আপনজন ডেস্ক: মঙ্গলবার, বিরোধী দলের সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে ওয়াকফ (সংশোধনী) বিল খতিয়ে দেখার যৌথ কমিটির বৈঠকে প্যানেল চেয়ারম্যান জগদম্বিকা পাল “সংসদীয় আচরণবিধির গুরুতর লঙ্ঘন” করেছেন বলে উল্লেখ করেছেন।
ওয়াকফ সম্পত্তি আত্মসাতের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কে রহমান খানসহ বেশ কয়েকজন বিরোধী নেতার নাম উল্লেখ করে কর্নাটক রাজ্য সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার মণিপ্পাদির বক্তব্য নিয়ে বেশ কয়েকজন বিরোধী সাংসদ কমিটির বৈঠক বয়কট করার একদিন পরেই এই চিঠি এল। বিরোধী দলের সদস্য গৌরব গগৈ, সৈয়দ নাসির হুসেন, ইমরান মাসুদ (কংগ্রেস), এ রাজা ও এমএম আবদুল্লা (ডিএমকে), আসাদউদ্দিন ওয়াইসি (মিম) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) চিঠিতে বলেছেন, চেয়ারপার্সন জগদম্বিকা পাল পক্ষপাতদুষ্টভাবে সংসদীয় যৌথ কমিটির কার্যক্রম পরিচালনা করেছিলেন। ২০১২ সালের কর্নাটক ওয়াকফ কেলেঙ্কারি রিপোর্টের পরিপ্রেক্ষিতে খসড়া আইন সম্পর্কে তার মতামত শোনার জন্য সোমবার মণিপ্পাদিকে ডেকেছিল যৌথ কমিটি ওয়াকফ (সংশোধনী) বিল। ওই নোটে ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর কোনও পর্যবেক্ষণ ছিল না। বরং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ কর্নাটক কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের পূর্ণ ছিল।
সদস্যরা বলেন, খাড়গে উচ্চ মর্যাদার সাংবিধানিক পদে রয়েছেন এবং তিনি বৈঠকে উপস্থিত ছিলেন না। তবু মনিপ্পাদিকে চেয়ারপার্সন কথা বলতে দেন। কিন্তু খাড়গের নামে আপত্তিকর মন্তব্র করায় প্রতিবাদ করি। এই বিষয়ে বিরোধী দলের সাংসদরা লোকসভার স্পিকারকে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে সংসদীয় রীতি বজায় রাখার কথা স্মরণ করান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct