মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: আবারও ভোটের দামামা বেজে উঠল। তবে পূর্ণাঙ্গ নির্বাচনের নয়, উপনির্বাচনের। মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশনের সেক্রেটারি এক প্রেস নোটের (নম্বর ECI/PN/150/2024) মাধ্যমে জানিয়েছেন, ১৫টি রাজ্যের ৪৮ টি বিধানসভা কেন্দ্র এবং দুটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ৫০টি কেন্দ্রে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর এবং ২০ নভেম্বর। সব ক্ষেত্রেই ভোটগণনা হবে ২৩ নভেম্বর শনিবার। এই ৪৮ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর বুধবার।এই ছটি আসন হল ৬ নম্বর সিতাই (এস সি), ১৪ নম্বর মাদারিহাট (এস টি), ১০৪ নম্বর নৈহাটি,১২১ নম্বর হাড়োয়া, ২৩৬ নম্বর মেদিনীপুর এবং ২৫১ নম্বর তালডাংরা। অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিতাই (এস সি) কেন্দ্র থেকে জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, মাদারিহাট (এস টি) কেন্দ্র থেকে মনোজ টিগ্গা,নৈহাটি কেন্দ্র থেকে পার্থ ভৌমিক, হাড়োয়া কেন্দ্র থেকে শেখ হাজি নুরুল ইসলাম, মেদিনীপুর কেন্দ্র থেকে জুন মালিয়া এবং তালডাংরা কেন্দ্র থেকে অরূপ চক্রবর্তী বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন।
এর মধ্যে মনোজ টিগ্গা ছিলেন বিজেপির বিধায়ক এবং বাকিরা ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এঁরা প্রত্যেকেই অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সম্প্রতি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল কংগ্রেস সাংসদ শেখ নুরুল ইসলাম হাজী প্রয়াত হয়েছেন। এই উপনির্বাচনের মধ্যে অবশ্য বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোটের কোনও খবর নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct