মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দক্ষিণ দামোদরের ঐতিহাসিক স্থাপনাগুলোকে পর্যটন মানচিত্রে আনার লক্ষ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো সেহারা বাজারে। দক্ষিণ দামোদরের স্বাধীনতা সংগ্রামী, ঐতিহাসিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরে এই অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান বহুদিন ধরেই জানানো হচ্ছে। মূলত রায়না, খণ্ডঘোষ, মাধবডিহি, ও জামালপুর এলাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে পর্যটনের আওতায় আনার লক্ষ্যে এই বৈঠকটি হয়। বিশিষ্ট গবেষক ও শিক্ষক ড. রমজান আলীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির মধুসূদন চন্দ্র, পীর শাহ চাঁদের কমিটির প্রতিনিধি বাচ্চু রহমান, এবং রাসবিহারী বসুর স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষে শেখ আহমেদ হোসেন প্রমুখ। বৈঠকে আলোচনা হয় রাসবিহারী বসু, বটুকেশ্বর দত্ত, এবং ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তী ও মুকুন্দরাম চক্রবর্তীর মতো ব্যক্তিদের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে পর্যটন কেন্দ্রগড়ে তোলা নিয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct