বাইজিদ মণ্ডল, উস্থি, আপনজন: মগরাহাট পশ্চিম ব্লক মিল্লি ইত্তেহাদ এর উদ্যোগে বর্তমান ওয়াকফ, ওবিসি ও মুসলিমদের ব্যক্তিগত আইন প্রভৃতি নিয়ে বর্তমানে দেশ ও সমাজের সাধারণ মুসলমান ঘোর সংকটের মধ্যে। মুসলিম ধর্ম সম্প্রদায়ের বিভিন্ন মাজহাব, মাসলাক অনুসারীদের মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে নিজ সম্প্রদায়ের আলেম ও বুদ্ধিজীবীদের এক সঙ্গে নিয়ে উস্থিতে এক সভা কক্ষে সচেতন কমিটি গঠন ও সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের মুখ্য আহ্বায়ক অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত, যুগ্ম আহ্বায়কমহ. আলিনুর মণ্ডল,অধ্যাপক বদরুদ্দোজা মোল্লা,মাস্টার নূরনবী সরদার, মাওলানা আলীনুর। জাহান আলী পুরকাইত সভার উদ্দেশ্য ও কওমী ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন সমবেত বিশিষ্টজনেদের সামনে। অধ্যাপক পুরকাইত বর্তমান ওয়াকফ্, ও বি সি বা মুসলিম ব্যক্তিগত আইন বিষয়ে ঘোর সংকট কালে সমস্ত সাধারণ মুসলমান সহ আলেম ও বুদ্ধিজীবিদের বিভেদ ভূলে একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আবেদন জানান। মুসলিম সমাজের বিভেদই তাদের অস্তিত্বের সংকট ডেকে এনেছে বলেই অন্যতম আহবায়ক আলিনুর মন্ডল মন্তব্য করেন। মুসলিম উম্মাহর সংকট কালে নেতৃত্বের অভাব কে তুলে ধরে স্থানীয় ঐক্যের ওপর জোর দেন মাস্টার নুরনবী সরদার। অধ্যাপক বদরুদ্দোজা শিক্ষা ও কর্মক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অভাবকে তুলে ধরেন। সভায় বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোজাফফর হোসেন মোল্লা, আবুল কালাম মোল্লা, মাও: আলিনুর পুরকাইত, মনোয়ার হোসেন মোল্লা, রওশন হাবিব, সেখ নাসির হোসেন, মেহেরুল্লাহ গাজি,রেজাউল মন্ডল, শামসুর রহমান, ইবাদাত হোসেন, কবির লস্কর, মাও: নুর আলম মোল্লা, সিকান্দার লস্কর, ড: তারিফুল গাজি,মহ. আরিফ, মাও: সাইফুদ্দিন, সামীম আখতার ও মনিরুল মান্না সহ অন্যান্যরা। মিল্লী ইত্তেহাদ মাজলিস, মগরাহাট পশ্চিম ব্লক এর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্লকের বিশিষ্ট বুদ্ধিজীবী মুসলমান দের নিয়ে, মুসলিম ধর্ম -সম্প্রদায়ের বিভিন্ন মাজহাব/ মাসলাক অনুসারীদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সমন্বয় ও ঐক্য গড়ে তুলে সামাজিক ক্ষেত্রে নিজেদের নিয়ামক ভূমিকায় প্রতিষ্ঠা করার প্রয়াস গ্রহণ করতে এই সেমিনারে এক অস্থায়ী কমিটি গঠন করা হয় এবং অনতি বিলম্বে ওয়াকফ্, ওবিসি সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে গণসচেতনতার প্রসারে ঐক্যবদ্ধ কর্মসূচি গৃহীত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct