তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: রাস্তার বেহাল দশা। জায়গায় জায়গায় গর্ত। বর্ষার পরেও রাস্তায় জল জমে থাকে। সারা বছরই দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।রাস্তা মেরামতের দাবি তুললেও হয়নি সুরাহা। শেষমেশ রাস্তার জমা জলে মাছ ছেড়ে জাল ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ,মহানন্দা বাঁধ রোড থেকে শুরু করে আব্দুল হাই এর বাড়ি পর্যন্ত প্রায় পাঁচশ মিটার রাস্তা দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ইসলামপুর অঞ্চল ও সাদলীচক অঞ্চলের মধ্যে সংযোগকারী রাস্তা হচ্ছে এটি।এই রাস্তা দিয়ে প্রায় ৩০ টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন।
কুমেদপুর হাট ও কুমেদপুর রেলস্টেশনে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। বর্তমানে সেই রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়ে রয়েছে। চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে। কিন্তু মেলেনি কোনও প্রতিকার।তাই চাঁদপুর ও ইসলামপুর এলাকার বাসিন্দারা রাস্তার মেরামতের দাবিতে আন্দোলনে নামেন। তাঁরা রাস্তায় জাল ফেলে মাছ ধরে বিক্ষোভ দেখান।
স্থানীয় বাসিন্দা, নুর ইসলাম ও আশরাফুল হকরা বলেন,এই রাস্তা নিয়ে পঞ্চায়েত ও ব্লক কে লিখিতভাবে জানানো হয়েছে।প্রশাসনিকভাবে বছরের পর বছর শুধু আশ্বাস মিলেছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। স্থানীয় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার মহম্মদ উনসাহাক বলেন,আমি একাধিকবার পঞ্চায়েত প্রধান ও বিডিও জানিয়েছি। রাস্তাটি সংস্কার করার বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছে না। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লুৎফুন নেসা বলেন, পথশ্রী প্রকল্পে রাস্তার কাজটি ধরা হয়েছে। টেন্ডার হলেই কাজ শুরু হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct