আপনজন ডেস্ক: আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওবিসি মামলার শুনানি। তার আগে সোমবার জোর তৎপরতা শুরু করল রাজ্যের অন্যতম সংখ্যালঘু সংগঠন প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল বা পিআইবি। এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিআইবির সভাপতি ড. মানাজাত আলি বিশ্বাস জানিয়েছেন, তারা সুপ্রিম কোর্টে ওবিসি মামলার দ্রুত শুনানির লক্ষ্যে রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। চিঠিতে তারা অভিষেকের কাছে আর্জি জানিয়েছেন, ওবিসি বাতিল নিয়ে রাজ্য সরকারের গয়ংগচ্ছ মনোভাব ও নিষ্ক্রিয়তাকে দূরে ঠেলে যেন আদালতে রাজ্য সরকারের তরফে সপ্রতিভ পদক্ষেপ নেওয়ায় যাতে দ্রুত শুনানি হয়। এদিন পিআইবির পক্ষে এক প্রতিনধি দল এ বিষয়ে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান এবং ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করে ওবিসি মামলা নিয়ে আলোচনা করে। কীভাবে ওবিসি মামলা ত্বরান্বিত করা যায় সে বিষয়ে রাজ্য সরকার যাতে জরুরি ভিত্তিতে দেখে তার আর্জি জানায়। প্রতিনিধি দলে ছিলেন মানাজাত আলী বিশ্বাস, মশিউর রহমান, কাজী তাজউদ্দিন, হাফিজুল মোল্লা, মোহাম্মদ মিজানুর মন্ডল, শেখ জাহিরুদ্দিন প্রমুখ।
শেখ জাহিরুদ্দিন অলাভজনক অরাজনৈতিক সংস্থা যারা সারা রাজ্য জুড়ে মুসলিম সমাজের মধ্যে শিক্ষা ও দাতব্য কাজকর্ম পরিচালনা করে থাকে, রাজ্য সরকারের কাছে অতি দ্রুত এই অচলাবস্থা দূর করে ও মামলার দ্রুত শুনানির ব্যবস্থা করে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মুসলিম সমাজে দ্রুত সংরক্ষণের সকল সুযোগ সুবিধা পুনরায় ফিরিয়ে আনার আবেদন করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct