এহসানুল হক, বসিরহাট, আপনজন: কুকুরের আতঙ্কে কয়েকশো গ্রামবাসী। গ্রামবাসীদের পাহারায় লাঠি হাতে রাস্তার মোড়ে মোড়ে গ্রামের যুবকরা । স্থানীয় সুত্রে খবর খবর,ইতিমধ্যেই ২৪ ঘন্টার মধ্যে কুকুর কামড়েছে শিশু সহ ৩০ জনের । কয়েকজন বসিরহাট জেলা হাসপাতালে কেউবা টাকি গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন । কয়েকজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে আনা হয়েছে । আর এই ঘটনায় রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে হাসনাবাদের টেংরা,তারাগোপাল গ্রাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে ।এলাকার যুবকরা দিনরাত লাঠি নিয়ে গ্রামে ঘুরছে গ্রামবাসীদের নিরাপত্তায় ।গ্রামবাসীদের দাবি প্রশাসন উদ্যোগ নিয়ে কুকুরগুলোকে ধরে নিয়ে যাক । না হলে আরো কত মানুষকে কামড়াবে তার ঠিক নেই ।পথ চলতি মানুষ এমনকি বাড়ির উঠোনে গিয়েও কামড়ে পালিয়ে যাচ্ছে কুকুরটি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘আমার বাড়িতেও একটা গরু আছে। হঠাৎ দেখি গরূটি ডাকছে। কেন ডাকছে তা বুঝে ওঠার আগেই আমার ঘরে একটি কালো কুকুর ঢুকে পড়ে গরূকে কামড় দেয়।আমার ছেলে বিছানায় বসে পড়াশোনা করছিল। কালো কুকুরটি লাফিয়ে আমার ছেলেকে কামড়ে দেয়। তার পর ঘর থেকে পালায়। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমার কাকি রিকশা ডাকতে গিয়েছিলেন। রাস্তায় তাঁকেও কালো কুকুরটি কামড়ে দেয়। আরও কয়েক জনকে কামড়েছে।’’সকালেও ওই কুকুরের তাণ্ডব চলতে থাকায় রাস্তায় বেরতে ভয় পাচ্ছেন অনেকেই। ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন বাবা-মায়েরা। তাঁরা চাইছেন, ওই কুকুরের তাণ্ডবে কমাতে ব্যবস্থা নিক প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct