সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: বাংলার হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। অনেক জায়গায় পথচলতি মানুষের সহায়তায় বিশেষ হেল্প-ডেস্ক করা হয় বিভিন্ন সংগঠনের তরফে। এসবের বাইরে গিয়ে নজর কাড়লেন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের জামাআতে ইসলামি হিন্দের নেতৃত্ব। রাজ্যের নির্দেশে জেলার বিভিন্ন ব্লকের পাশাপশি জলঙ্গি ব্লকেও সম্প্রীতি স্টল খোলা হয় জলঙ্গীতে । সংগঠনের কর্মীরা হিন্দু সম্প্রদায়ের মানুষকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা ও সম্প্রীতির বার্তা দিচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে পাশাপাশি পুজো দর্শনার্থীদের পানীয় জলের ব্যবস্থা করা হয় এদিনের স্টল থেকে।এদিন সংগঠনের ব্লক সভাপতি ডা. ওয়াজেদ আলী বলেন, আমরা জামাআতে ইসলামি হিন্দের উদ্যোগে ‘সম্প্রীতি স্টল’ খুলেছি সেই স্টলগুলিতে সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলরা সম্প্রীতি ও ইসলামের কথা তুলে ধরছেন। পাশাপাশি স্টলে কিছু ফোল্ডার, বইপত্র রয়েছে যেগুলি আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্য, বিশেষ করে অমুসলিম ভাইদের কাছে ইসলাম ও শান্তির পয়গাম পৌঁছে দিতে এই উদ্যোগঅ তিনি আরও জানান, পুজোর সময় বহু মানুষ রাস্তায় বের হন, তাদের কেউ কোনও অসুবিধার মধ্যে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন জামাআত-কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct