রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: গঙ্গা ভাঙন সমস্যার সমাধানের দাবিতে যুব সমাজের বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সোমবার বিকেল থেকে সামশেরগঞ্জের তালতলা মোড় থেকে শুরু হয় এই মিছিল। সিকদারপুর, লোহরপুর, উত্তর মোহাম্মদপুর, কাকুরিয়া, গাম্বারতলা, হাউসনগর সহ বিভিন্ন গ্রামের উপর দিয়ে পুরাতন জাতীয় সড়ক হয়ে মিছিলে ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। ছোট শিশু থেকে শুরু করে মহিলা, যুব সমাজের উপস্থিতিতে দফায় দফায় স্লোগান চলে মিছিলে। ১০০ কোটি টাকা কোথায় গেলো তা নিয়ে যেমন প্রশ্ন উঠে, তেমনি সাংসদের ৩০% নিয়েও উঠে স্লোগান। বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙ্গন রোধ নিয়েও স্লোগানে প্রতিবাদ লক্ষ করা যায় যুব সমাজের মিছিলে। লাগাতার কয়েক বছর ধরে গঙ্গা ভাঙ্গন হলেও কেন স্থায়ী সমাধান করা হচ্ছে না তা নিয়েও রাজ্য এবং কেন্দ্র সরকারকে এক হাত নেন আন্দোলনকারীরা। সেভ সামশেরগঞ্জ থিমে এদিনের এই মিছিলটি ডাকবাংলায় বিডিও অফিস মাঠে গিয়ে শেষ হয়। দ্রুত গঙ্গা ভাঙন রোধে স্থায়ী সমাধান এবং পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সামশেরগঞ্জ যুব সমাজ।
উল্লেখ করা যেতে পারে, বিগত কয়েক বছর ধরে লাগাতার গঙ্গা ভাঙ্গন হচ্ছে সামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে। একের পর এক বাড়িঘর গঙ্গাগর্ভে তলিয়ে গেলেও কোনরকম স্থায়ী সমাধান হচ্ছে না। রাজ্য সরকার ১০০ কোটি টাকা এবং আরো বেশ কয়েক দফায় প্রচুর টাকা দেওয়া হলেও তাদের বালির বস্তা এবং বাঁশের খাচা দিয়ে ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা হচ্ছে। কিন্তু এই পদ্ধতিতে সামশেরগঞ্জ বাঁচানো সম্ভব নয় বলে দাবি করে আন্দোলনকারীরা, সব দল মত নির্বিশেষে সামশেরগঞ্জ কে বাঁচাতে যুব সমাজের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়। লোক দেখানো ত্রাণ নয়, কংক্রিটের বাঁধন সহ গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে এদিনের এই মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct