আপনজন ডেস্ক: ইসরায়েলের হামলায় বিধ্বস্ত লেবাননে প্রথমবারের মতো ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সৌদি আরব। রোববার সৌদি সাহায্য সংস্থা কেএস রিলিফ লেবাননে এসব জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং খাদ্য সামগ্রী পাঠায়। সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে লেবাননে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এসব জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটিতে খাবার, চিকিৎসা সামগ্রী এবং ত্রাণ সামগ্রী ছাড়াও উদ্ধারকাজের জন্য একদল স্বেচ্ছাসেবী দলও পাঠিয়েছে। সৌদি ত্রাণবাহী প্রথম বিমানটি ৪০ টনেরও বেশি খাদ্য, চিকিৎসা এবং ত্রাণ সামগ্রী নিয়ে রোববার বৈরুতে অবতরণ করে। সৌদি আরব থেকে দ্বিতীয় ত্রাণবাহী বিমানটি স্থানীয় সময় সোমবার সকালে ৩০ টন ত্রাণ সামগ্রী নিয়ে লেবানন যাচ্ছে। সৌদি সাহায্য সংস্থা কেএস রিলিফ প্রধান ডক্টর আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল-রাবিয়াহ বলেছেন, এই উদ্যোগটি সারা বিশ্ব জুড়ে মানুষের সহায়তায় সৌদি আরর করে আসছে। ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে বিমান হামলা শুরু করেছে, এতে সহস্রাধিক লোক নিহত এবং ১৩ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।
সৌদি ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুর্কি, ইরাক, মিশর, জর্ডান, রোমানিয়া এবং ফ্রান্স লেবাননে ত্রাণ সহায়তা পাঠিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct