আপনজন ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) প্রধান ফটক ‘ধ্বংস’ করে দিয়েছে দুটি ইসরায়েলি ট্যাংক। এ সময় শান্তিরক্ষা বাহিনীর অন্তত ১৫ জন সদস্য আহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
টেলিগ্রাম দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে রামিয়ায় জাতিসংঘের একটি অবস্থানের পাশে আসে ইসরায়েলি ট্যাংক। ঘটনার সময় শান্তিরক্ষীরা আশ্রয়কেন্দ্রেই ছিলেন, তখন দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক রক্ষীদের অবস্থানের প্রধান ফটকটি ধ্বংস করে জোরপূর্বক তাদের সীমানায় প্রবেশ করে। ফটক গুঁড়িয়ে দেওয়ার সময় ইসরায়েলি সৈন্যদের পক্ষ থেকে একাধিকবার ঘাঁটির আলো নেভানোর জন্য বলা হয় বলেও জানিয়েছেন শান্তিরক্ষীরা
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিবাদ করার প্রায় ৪৫ মিনিট পরে ইসরায়েলি ট্যাংকগুলো চলে যায়। পরে স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টা ৪০ মিনিটে একই অবস্থানে থাকা শান্তিরক্ষীরা ১০০ মিটার উত্তরে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এসব ঘটনায় ক্যাম্পে ধোঁয়া প্রবেশের পর অন্তত পনের জন শান্তিরক্ষী সদস্য ত্বকের জ্বালাসহ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। তাদেরকে বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
শান্তিরক্ষী বাহিনীর প্রধান ফটক ধ্বংসের খবর সামনে আসার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের বাহিনীকে সীমান্ত এলাকা থেকে প্রত্যাহারের আহ্বান জানান। তবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান ফটক ‘ধ্বংস’ করার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct