আপনজন ডেস্ক: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে সাফল্যের পাশাপাশি সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ব্যাপক সাফল্যের মধ্যে আর সীমাবদ্ধ থাকছে না রাজ্যের সংখ্যালঘুদের শিক্ষার বিস্তারে অনন্য শিক্ষা প্রতিষ্ঠান আল আমীন মিশন। তাই আল আশীন মিশন কৃতী ছাত্রছাত্রীদের মেধা অনুয়ায়ী অন্যান্য সম্মানজনক পেশাভিত্তিক কোর্সের প্রশিক্ষণ দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম হল রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক হওয়া প্রবেশকা ডব্লুবিসিএস প্রশিক্ষণ। আল-আমীন মিশনে প্রশিক্ষণ নিয়ে বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে ডব্লুবিসিএসে উত্তীর্ণ হয়েছে। সেইস ডব্লুবিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠান হর রবিবার, আল আমীন মিশনের নিউ টাউন ক্যাম্পাসে।
ডব্লুবিসিএস পরীক্ষার্থী এবং সফল প্রাক্তনী মিলিয়ে অন্তত শ’খানেক মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই পুনর্মিলন অনুষ্ঠানে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার সুযোগ পান।
অনুষ্ঠানটি দুটি পর্যায়ে পরিচালিত হয়। প্রথম পর্যায়ের সূচনা হয় সকাল ১১টা নাগাদ। উপস্থিত ছিলেন আল-আমীন মিশনের প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের স্পেশাল কমিশনার আইএএস শাকিল আহমেদ। সম্মানীয় অতিথি ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক ও অবর নির্বাহী আধিকারিক মুহাম্মদ শামসুর রহমান, ডব্লুবিসিএস (এক্সি) প্রমুখ।
উদ্বোধনী ভাষণে আল-আমীন মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম বর্তমান যুবসমাজকে প্রশাসনিক দায়িত্বভার গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শাকিল আহমেদ ডব্লুবিসিএস. পরীক্ষার গুরুত্ব, সঠিক প্রস্তুতি এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের উপর জোর দেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য মূল্যবান পরামর্শ দেন। উৎসাহিত করেন যাতে তারা আত্মসন্তুষ্টিতে থেমে না থেকে আরো উচ্চতর সাফল্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন হাওড়া জেলার অতিরিক্ত জেলাশাসক আইএএস ইউনিস রিসিন ইসমাইল। নিজের কর্মজীবনের অভিজ্ঞতার গল্প শুনিয়ে সফল পরীক্ষার্থীদের আসন্ন কর্মজীবনে সৎ এবং নিষ্ঠাবান থাকার আর্জি জানান তিনি। তিনি আরো বলেন, জনপরিষেবা অর্থাৎ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা জনগণের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়া একজন আধিকারিক হিসেবে প্রধান উদ্দেশ্য ও কর্তব্য হওয়া উচিত। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক মহ. শামসুর রহমান কর্মক্ষেত্রে প্রতিকূলতা এবং তার প্রতিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর বক্তব্য রাখেন।
আল আমীন মিশনের সুপারভাইসর প্রবীণ ব্যক্তিত্ব সেখ মারুফ আজম, তার কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে আলোকপাত করেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উদ্দীপক বক্তব্য রাখেন। সেই সঙ্গে তাদের সাফল্য পাওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে নানা পরামর্শ দেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আলোচনা পর্ব, যেখানে সফল প্রার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতির কৌশল, অভিজ্ঞতা এবং সাফল্যের কাহিনী শেয়ার করেন। উজ্জ্বল প্রাক্তনী ও বর্তমানে অ্যাসিট্যান্ট কমিশনার (রেভেনিউ) রমজান আলি বলেন, এই ধরনের পুনর্মিলনী আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আমরা একে অপরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি। এছাড়াও তিনি মোবাইল ফোনের অপব্যবহারের এবং তার থেকে পরিত্রাণের উপায়ে জোর দেওয়ার কথা বলেন। আরো এক উজ্জ্বল প্রান্তনি ক্যানিং-১ এর বিডিও সেলিম হাবিব সরদার নৈতিকতা ও সততার উপর তাঁর মূল্যবান বক্তব্য পেশ করেন।
আলোচনা পর্বে ডব্লুবিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সঠিক পদ্ধতি, সময় ব্যবস্থাপনা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। নতুন পরীক্ষার্থীরা তাদের প্রশ্ন ও সংশয় সমাধান করার জন্য প্রাক্তন পরীক্ষার্থীদের সাথে সরাসরি আলোচনা করার সুযোগ পান।
এদিনের অনুষ্ঠানে সফল ডব্লুবি.সিএস ও অন্যান্য আধিকারিকদের সাফল্যের জন্য তাদের সংবর্ধনা জানানো হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: আতিয়া রহমান (ডিএসপি), সাহারোজ রেজা (ডিএসপি), মহ. আজিজুর রহমান লস্কর,অ্যাসিট্যান্ট কমিশনার (রেভেনিউ), রাজিবুল শেখ, জয়েন্ট বিডিও, সেখ মাসুদ জামান, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, জামিলা হান্নান, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, সেখ মিজানুর ইসলাম অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, আবু তাহের শেখ- রেভেনিউ অফিসার, শেখ সেতাবুল- ডিসট্রিক্ট কোর্ডিনেটর (মিড-ডে মিল), সাহিনূর খাতুন আইসিডিএস সুপার ভাইজার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনা করেন আল-আমীন স্যাডি সার্কেলের ডিরেক্টর দিলদার হোসেন। তিনি বলেন, ডব্লুবিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী ও প্রাক্তনীদের পুনর্মিলন শুধুমাত্র একটি মিলন উৎসব নয়, বরং এটি ভবিষ্যৎ প্রার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে পরীক্ষার্থীরা নতুন উদ্যমে তাদের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত হতে পারেন। অনুষ্ঠান শেষে এই পুনর্মিলন উৎসবকে সফল করার জন্য সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ ও হার্দিক অভিনন্দন জানান মিশনের সহকারী সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct