আপনজন ডেস্ক: জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর) জানিয়েছে, তারা বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে সেখানকার সরকারি সাহায্যপ্রাপ্ত মাদাসাগুলি বন্ধ করার যে সুপারিশ করেছে তার বিরোধিতা করেছে বেশ কয়েকটি রাজ্য। উল্লেখ্য, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সম্প্রতি সুপারিশ করেছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মাদ্রাসা বোর্ডগুলিতে অর্থায়ন বন্ধ করে দিক এবং শেষ পর্যন্ত সেগুলি বন্ধ করে দিক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের লেখা চিঠিতে এনসিপিসিআর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন (আরটিই) অনুসারে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখে সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত এবং স্বীকৃত মাদ্রাসাগুলিতে অমুসলিম শিশুরা ক্লাসে অংশ নেয় এমন সমস্ত বিশদ তদন্ত করার পাশাপাশি সমস্ত মানচিত্রবিহীন মাদ্রাসার মানচিত্র তৈরি করতে বলে। সেই সঙ্গে বর্তমানে মাদ্রাসায় ভর্তি হওয়া অমুসলিম শিশুদের মূলধারার স্কুলে স্থানান্তরিত করার পরামর্শ দেয়। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এই চিঠি প্রত্যাখ্যান করেছে বেশ কয়েকটি রাজ্য।
এ ব্যাপারে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন বলেছে, বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের রাজ্যের সমস্ত মাদ্রাসার মানচিত্র তৈরির নির্দেশ কার্যকর করতে সাড়া দেয়নি বা অনিচ্ছুক। তারা বলেছে এটি “মৌলিক অধিকারের প্রাতিষ্ঠানিক লঙ্ঘন”।
সংবাদ সংস্থা সূত্র জানিয়েছে, কমিশনের নির্দেশের জবাবে পশ্চিমবঙ্গ বলেছে, যেহেতু ভারতীয় সংবিধানের ২৯(২) অনুচ্ছেদে প্রত্যেক ব্যক্তিকে তাদের পছন্দের যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির অধিকার দেওয়া হয়েছে, তাই ধর্ম, জাতি বা বর্ণের ভিত্তিতে কোনও বৈষম্য করা হবে না। শুধু বাংলা নয়, কর্নাটক তামিলনাডু, কেরল সহ বিভিন্ন রাজ্য এনসিপিসিআরের সুপারিশের বিরোধিতা করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct