আপনজন ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সোমবার জেপিসি-র বৈঠক বয়কট করলেন সমস্ত বিরোধী সাংসদরা। তাদের অভিযোগ, এই কমিটি তাদের নীতি থেকে বিচ্যুৎ হয়েছে। কংগ্রেসের গৌরব গগৈ ও ইমরান মাসুদ, ডিএমকে-র এ রাজা, শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত, এআইএমআইএম-এর আসাদউদ্দিন ওয়াইসি, সমাজবাদী পার্টির মহিবুল্লাহ এবং আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের মতো বিরোধী সাংসদরা বৈঠক থেকে ঝড়ের বেগে বেরিয়ে যান এবং এর কার্যক্রমের বিরুদ্ধে তীব্র মনোভাব প্রকাশ করেন। কিছু বিরোধী সাংসদ অভিযোগ করেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো প্রবীণ বিরোধী সদস্যদের বিরুদ্ধে কমিটির সামনে সাক্ষ্য দেওয়া এক ব্যক্তি ব্যক্তিগত অভিযোগ আনার অনুমতি দিয়েছিলেন। কমিটি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে সময় চেয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, বিরোধীরা অভিযোগ করেছেন কর্নাটক রাজ্য সংখ্যালঘু কমিশন ও কর্নাটক সংখ্যালঘু উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার মানিপ্পাদির একটি উপস্থাপনা নিয়ে। বিরোধীদের অভিযোগ ওই উপস্থাপনায় ওয়াকফ বিল সম্পর্কিত কিছু ছিল না। বিষয়টি ছিল কর্নাটক সরকার এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে কিছু অবাঞ্ছিত মন্তব্য। যা খাড়গের বদনাম করার জন্য ব্যবহার করা হয়েছিল।
এর চেয়ারম্যানের অপসারণ চেয়ে সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন বিরোধী সাংসদরা। এ ব্যাপারে শিবসেনা (ইউবিটি) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেন, আমরা সভা বয়কট করছি কারণ কমিটি নীতি ও নিয়ম মেনে কাজ করছে না। কমিটি তাদের নীতি থেকে বিচ্যুৎ হয়েছে. যা উচিত নয়।
উল্লেখ্য বিজেপির প্রবীণ সাংসদ জগদম্বিকা পাল বর্তমানে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct