আপনজন ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের প্রধান ফসল জলপাই তুলতে দিচ্ছে না ইসরাইল। গত বছর গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর আরোপিত বিধিনিষেধের সুযোগ নিয়ে ইসরাইলিরা বিভিন্নভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ও কৃষি জমিতে হামলা চালিয়ে আসছে। এই হামলার কারণে, ফিলিস্তিনি কৃষকরা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরাইলিদের দখলকৃত এলাকার কাছাকাছি তাদের জমিতে কাজ করতে ভয় পাচ্ছেন। দখলকৃত পশ্চিম তীরের শহর নাবলুসের উত্তর অংশের বাসিন্দারা মাদমা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর দ্বারা আরোপিত বিধিনিষেধ এবং আক্রমণের কারণে তাদের ৫ হাজার একর (প্রায় ২০.২৩ বর্গ কিমি) জলপাই গাছ কাটাতে পারছেন না ।
ফিলিস্তিনিদের জমি দখল
ফিলিস্তিনের কৃষিমন্ত্রী রেজক বাশির-সেলিমিয়া গণমাধ্যমে বলেছেন, ইসরাইলি সেনাবাহিনীর দ্বারা আরোপিত চলমান বিধিনিষেধ এবং ইসরাইলিদের আক্রমণ ফিলিস্তিনি কৃষকদের প্রভাবিত করছে। উল্লেখ্য, পশ্চিম তীরের অন্তত ১ লাখ একর (প্রায় ৪০৪.৬৯ বর্গ কিমি) জলপাই গাছ রয়েছে।
ফসল তুলতে গিয়ে আক্রমণের শিকার ফিলিস্তিনিরা
প্রধান ফসল জলপাই তুলতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন নাবলুসের মাদমা শহরের বাসিন্দারা। দখলদার ইসরাইলিরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে মারধর করে ও হুমকি দেয়। এছাড়া ফিলিস্তিনিদের কৃষি সরঞ্জাম চুরিসহ ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত করেছে তারা। মাদমা টাউন কাউন্সিলের প্রধান আবদুল্লাহ জিয়াদে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ‘একদল ইসরাইলি জলপাই তুলতে আসা লোকদের ওপর আক্রমণ চালায়। এমনকি তারা কৃষকদের ওপর গুলি চালিয়ে তাদের জলপাই গাছ থেকে দূরে সরিয়ে দেয়।’
জিয়াদে উল্লেখ করেন, ‘ইসরাইলিরা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে দখল করেছে। এই অঞ্চলে ধর্মান্ধ ইহুদিরা প্রতিনিয়ত পাশে বসবাস করা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে তাদের বাগান থেকে ফসল চুরি করে নিয়ে যায়। এমনকি ফিলিস্তিনিদেরই তাদের বাগানে যেতেও বাধা দেয় এই ইহুদিরা।’ জিয়াদে বলেন, ‘এত কিছুর পরেও ইসরাইলি সেনাবাহিনী আক্রমণকারীদের রক্ষা এবং ফিলিস্তিনিদের ওপর উল্টো বিধিনিষেধ আরোপ করেছে।’
তিনি বলেন, ‘এই মুহুর্তে, আমাদের ৫ হাজার একর (প্রায় ২০.২৩ বর্গ কিমি) জমিতে প্রবেশের অনুমতি নেই, যার বেশিরভাগ জলপাই গাছ লাগানো হয়েছে। এটি অবৈধ বসতির কাছাকাছি হওয়ায় প্রায় ৭০ শতাংশ জমিতে প্রবেশ করা কঠিন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct