আপনজন ডেস্ক: ফুটবলে ব্রাজিল নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে। একের পর এক ব্যর্থতা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে রীতিমতো কোণঠাসা করে দিয়েছে। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই মূলত শুরু হয় ব্রাজিলের দুঃসময়।
গত জুলাইয়ে কোপা আমেরিকায়ও খালি হাতে ফিরতে হয়েছে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইয়েও নিজেদের সেরাটা দিতে পারছে না দলটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৯ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে একসময়ের পরাক্রমশালী দলটি। এমন পরিস্থিতিতে দলকে গোছানোর চেষ্টা করছেন কোচ দরিভাল জুনিয়র। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কাজের আগে ফল না চাওয়ার কথাও বলেছেন তিনি। এর মধ্যে অবশ্য নতুন বিতর্ক উসকে দিয়েছেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ভিনিসিয়ুস জুনিয়র–রদ্রিগো–রাফিনিয়া–এনদ্রিকদের মতো যাঁরা দেশের বাইরের লিগে খেলেন, তাঁদের বাদ দিয়ে দেশের লিগে খেলা খেলোয়াড়দের দিয়ে দল সাজানো পরামর্শ দিয়েছেন তিনি। দেশের বাইরে যাঁরা খেলেন, তাঁরা এখনো তারকা হয়ে ওঠেননি বলেও মন্তব্য করেছেন লুলা দা সিলভা। বর্তমানে ব্রাজিল দল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে। এই আন্তজার্তিক বিরতিতে এরই মধ্যে চিলির বিপক্ষে একটি ম্যাচ খেলেছে তারা। যে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জিতেছে ২–১ গোলে। ব্রাজিল পরের ম্যাচ খেলবে বুধবার পেরুর বিপক্ষে। আর এর মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে লুলা দা সিলভার মন্তব্যকে ঘিরে। চিলির বিপক্ষে ম্যাচের পর এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যারা বিদেশে আছে, তারা এখানে খেলা খেলোয়াড়দের চেয়ে ভালো নয়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct