নকীব উদ্দিন গাজী, কুলপি, আপনজন: কলকাতা দুর্গা পূজো কার্নিভাল এর সাথে সাথে জেলারতেও রাজ্য সরকারের উদ্যোগে দূর্গা পূজা কার্নিভাল শুরু করেচে রাজ্য সরকার। সেইমত এবারে কুলপিতে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে সোমবার দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাত টা বিধানসভা নিয়ে এই কার্নিভাল আয়োজন করা হয়, মথরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মোট ১৫টি পূজা কমিটি এ কার্নিভালে যোগ দিচ্ছে যেখানে কুলফির বিডি অফিসের সামনে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। সেই নিয়ে পুজো কমিটিও প্রশাসনিক আধিকারিকরা, রবিবার দিন কুলপির বিডিও অফিসে একটি বৈঠক করেন। যেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহাকুমার শাসক অঞ্জন ঘোষ মহাশয় মথরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদার,কাকদ্বীপ বিধায়ক মন্টুরাম পাখিরা রায়দিঘী বিধায়ক অলক জল দাতা ,মন্দির বাজার বিধায়ক জয়দেপ হালদার, মগরাহাট পশ্চিম বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা ও একাধিক ব্লকে ভিডিও সাহেব ,পুলিশ প্রশাসনের আধিকারিকরা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার এডি এম সহ বিশিষ্ট ব্যক্তিদের কে নিয়ে এই বৈঠক হয় ।যেখানে কিভাবে কার্নিভাল হবে এবং কার্নিভালে কিভাবে অংশগ্রহণ করবে সেই নিয়ে আলোচনা হয়। যাতে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয় সেই কারণে প্রশাসনের নজর দাড়ি রাখতে সিসি ক্যামেরা পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন পানীয় জল চিকিৎসক এম্বুলেন্স সবকিছু বিষয়ে মজুদ থাকছে যাতে এই অনুষ্ঠান করতে গিয়ে কোন সমস্যা না হয় সেদিকে নজরদারি রাখছে প্রশাসনের আধিকারিকরা। তারিখ প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে শেষ দিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct