নকীব উদ্দিন গাজী, মগরাহাট, আপনজন: পুজো মায়ের সঙ্গে ঘুরতে এসেছিল,আর ঘুরতে আসার পরেই হাত ছেড়ে কখন যে হারিয়ে যায় খুঁজে পাচ্ছিল না মা, অবশেষে তিন ঘন্টা খোঁজাখুঁজির পর ওই ছেলেকে খুঁজে পায় পুলিশ প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিজের ছেলেকে ফিরে পেল মা মগরাহাট থানার জালঘেরা গ্রামের মমতা ব্যানার্জির ছেলে সবুজ ব্যানার্জি, মার সঙ্গে ডায়মন্ড হারবারে এসেছিল ঠাকুর দেখতে ,এরপর যেটি ঘাটার কাছ থেকে নবমীর রাতে অতিরিক্ত ভিড়ে কখন যে মায়ের হাত ছেড়ে ,ছেলে কোথায় হারিয়ে যায় বুঝে উঠতে পারেনি মা, এরপর কান্নাকাটি করে ডায়মন্ডহারবার থানার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। ছেলের কাছে কোন ঠিকানা ছিল না অবশেষে পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপে নাম ঘোষণা করা হয় সবুজের ,এরপর ডায়মন্ড হারবার থানার পুলিশ ট্রাফিক পুলিশের সহযোগিতা বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী দের সহযোগিতা নিয়ে প্রতিটি জায়গায় তল্লাশি শুরু করে অবশেষে গভীর রাতে ডায়মন্ড হারবার হাই স্কুল পাড়ার পুজো কমিটির কাছে সবুজকে পাওয়া যায়। ততক্ষণ মা মমতা ব্যানার্জি ছেলেকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। ডায়মন হারবার থানার আইসি ও মেজবাবু সহ পুলিশ আধিকারিকরা ওই ছেলেকে তার মায়ের হাতে তুলে দেয়। ছেলেকে পেয়ে ভেজায় খুশি মা মমতা ব্যানার্জি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct