দেবাশীষ পাল, মালদা, আপনজন: সবাই যখন পূজো প্যান্ডেলে ব্যস্ত নিজের পরিবারদের নিয়ে সেই মুহূর্তে ভিন্ন ছবি দেখা গেল মালদাহের হবিবপুর ব্লকের আইহো এলাকায়। পুজোর আনন্দে প্রত্যন্ত গ্রামের দুঃস্থ পরিবারের শিশুদের সামিল করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন মালদার টিম তারাশংকর চ্যারিটির সদস্যরা। সংস্থার অন্যতম কর্মকর্তা তথা জেলাপরিষদ সদস্য তারাশংকর রায় শনিবার মহা নবমীতে প্রতিমা দর্শন বের হলেন গ্রামের দুঃস্থ পরিবারের শিশুদের নিয়ে। এদিন তিনি একটি বাস ভাড়া করে প্রায় ৫০জন শিশুকে সেই বাসে চাপিয়ে আইহো, বুলবুলচন্ডী সহ গোটা মালদা শহর ঘুরে মন্ডপে মন্ডপে গিয়ে শিশুদের প্রতিমা দর্শন করান। তবে শুধু প্রতিমা দর্শন করা নয়। ঘোরাঘুরি শেষ করে তিনি সমস্ত শিশুদের মধ্যাহ্ন আহার খাইয়ে পুনরায় বাড়ি পৌঁছে দেন। এই প্রসঙ্গে টিম তারাশংকর চ্যারিটির কর্মকর্তা তথা জেলাপরিষদ সদস্য তারাশংকর রায় জানান, হবিবপুর ব্লকের শ্রীরামপুর ও ঋষিপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রামের দুঃস্থ পরিবারের শিশুরা আর্থিক স্বচ্ছলতার অভাবে ঘুরে ঘুরে প্রতিমা দেখতে পারেনা। কিন্তু তাদের মনে প্রতিমা দর্শনের প্রবল ইচ্ছে থাকে। তাই শিশুদের সেই ইচ্ছে পূরণে তিনি গত কয়েক বছর ধরে পুজোয় দুঃস্থ শিশুদের নিয়ে প্রতিমা দর্শন করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct