নুরুল ইসলাম খান, খানাকুল, আপনজন: “ফুরফুরা ইসলাম মিশন কোরআনী সুন্নী জমিয়তে মুসলিমিন “এর তরফে হুগলি খানাকুলের কাটাপুকুরে গ্ৰামে ত্রান বিতরণ করা হয়। উৎসবের আবহে বন্যায় ক্ষতিগ্রস্ত সর্ব স্তরের মানুষের হাতে ত্রিপল ও বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দিয়ে সার্বিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পীর বড়ো হুজুর প্রতিস্ঠিত এই সংস্থা। এদিন এলাকার অসহায় মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন পীরজাদা হযরত মাওলানা সওবান সিদ্দিকী ও শিক্ষক নাজমুস সায়াদত। সামাজিক এই কর্মকান্ডের সহযোগিতায় ছিল এস এস হিউম্যান ট্রাস্ট।বন্যা কবলিত প্রায় ১৫০ গরিব মানুষ কে এই সাহায্য দেওয়া হয়। মহম্মদ সেলিম মোল্লা, কাজী মতিউল্লাহ ও মহম্মদ কলিমুদ্দিন এই শিবিরে উপস্থিত ছিলেন।পীর হযরত বড়ো হুজুর প্রতিস্ঠিত ৮৫ বছরের প্রাচীন মাবতাবাদী এই সংগঠনটি বহুবিধ সামাজিক কর্মকাণ্ড বজায় রেখে উজ্জ্বল স্বাক্ষর বহন করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct