আপনজন ডেস্ক: এই ভারত ক্রিকেট দল অন্য ধাতুতে গড়া। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। জয়–পরাজয় ছাপিয়ে এই দলটি মাঠে নিজেদের স্বতন্ত্রতা দেখাতে চায়। সেটা তারা করছেও। সে কারণে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ হারানোর পর অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, নিঃস্বার্থ ক্রিকেটারকেই তিনি দলে চান। দলের চেয়ে কেউ বড় নয়—টিম ম্যানেজমেন্টের বার্তাও তুলে ধরেছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
কাল ভারত আগে ব্যাট করে তুলেছে ৬ উইকেটে ২৯৭ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন, ফিফটি পেয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কাল ৯ চার আর ৮ ছক্কায় সেঞ্চুরি করা স্যামসন ৯৬ রান থেকে তিন অঙ্কে পৌঁছান বাউন্ডারি মেরে। সূর্যকুমার এই উদাহরণটিকেও সামনে এনেছেন। কাল সূর্য বলেছেন এভাবে, ‘দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিরিজের শুরুতে যেটা বলেছিলাম যে আমার দলে আমি নিঃস্বার্থ ক্রিকেটার চাই। আমরা নিঃস্বার্থ দল হতে চাই। পান্ডিয়াও যেটা বলেছে, মাঠ ও মাঠের বাইরে আমরা একে অন্যের পারফরম্যান্স উপভোগ করতে চাই, যত বেশি পারি সময় কাটাতে চাই। পারস্পরিক আস্থা মাঠে দেখাতে চাই ও মজা করতে চাই। আমাদের দলে এমন কথাই হয়।’ তিনি যোগ করেন, ‘শ্রীলঙ্কা সিরিজের শুরুতেও গৌতি ভাই (গৌতম গম্ভীর) একই কথা বলেছেন, “কেউই দলের চেয়ে বড় নয়”। আপনি ৯৯ রানে কিংবা ৪৯ রানে থাকুন না কেন, দলের জন্য যদি মনে হয়ে বলটি মাঠের বাইরে পাঠানো উচিত, আপনাকে মারতেই হবে। সঞ্জু এই কাজটাই করেছে। ওর জন্য অনেক খুশি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct