আপনজন ডেস্ক: মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক রেডিও সংবাদ সংস্থা এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের ওই ভূমিকম্পে কোস্টারিকার কিছু অংশ কেঁপে উঠে। তবে ধারণা করা হচ্ছে এ কম্পনের ফলে কোনো গুরুতর ক্ষতি হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোস্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের তামারিন্দো থেকে প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) উত্তর-পশ্চিমে। উপকূলীয় নিকারাগুয়ার সীমান্তের কাছে এটি অনুভূত হয়েছিল। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১২ মাইল (১৮ কিলোমিটার)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct