আপনজন ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলাকালে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ৪৮ ঘণ্টায় দুবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) দুই শ্রীলঙ্কার সেনা সদস্য আহত হন।
লেবাননের নাকোরা এলাকায় ইউনিফিল ঘাঁটির আশপাশে দখলদার আইডিএফ সেনারা অভিযানের সময় গুলি চালায়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ঘটনাটি সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হবে। ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলি চালালে গত বৃহস্পতিবারও শান্তিরক্ষী বাহিনীর দুই ইন্দোনেশিয়ান সেনা একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে পড়ে আহত হন।
এসব ঘটনায় ফ্রান্স, ইতালি এবং স্পেনের নেতারা ইসরায়েলের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে কড়া ভাষায় ইসরায়েলকে এসব হামলা বন্ধ করতে বলা হয়েছে। শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় আইডিএফের বর্বর হামলার তাদের দুই সেনা আহত হওয়ার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান বলেছেন, দক্ষিণ লেবাননে জাতিসংঘের অবস্থানে ইসরায়েল সরাসরি গুলি চালিয়েছে বলে অভিযোগ পেয়েছি। ইসরায়েলি হামলায় একটি পর্যবেক্ষণ টাওয়ারে আগুন লেগেছে এবং একটি অবস্থানের ক্যামেরার ক্ষতি হয়েছে- যা স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায়, আইডিএফ ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশ দুটির সীমান্তজুড়ে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করছে। আইডিএফ বলেছে, শুক্রবার আধা ঘণ্টার মধ্যে লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় ১০০টি রকেট প্রবেশ করেছে বলে তারা শনাক্ত করেছে। দুটি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) লেবানন থেকে আসার সময় শনাক্ত করা হয়, যার মধ্যে একটিকে আটকানো সম্ভব হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct