সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ জেলার ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হলে প্রকাশিত হল এম এ ওহাব সম্পাদিত ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকার পঞ্চম বর্ষ নবম-দশম সংখ্যা। সঙ্গে অনুষ্ঠিত হল সাহিত্য-পাঠ ও আলোচনা। অনুষ্ঠানে পর্যায় ক্রমে সভামুখ্যর আসন অলংকৃত করেন সাহিত্যিক মাজরুল ইসলাম ও এম নাজিম। পত্রিকার সম্পাদক এম এ ওহাব স্বাগত বক্তব্যে সাহিত্য-সংস্কৃতির উপর গভীর ষড়যন্ত্রের কথা ব্যক্ত করেন এবং অপশক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার করেন। ‘সাহিত্য-সংস্কৃতির শত্রু বনাম পরিশীলিত চৰ্চা’ শীর্ষক আলোচনায় মূল্যবান কথা বলেন সাহিত্যিক সিরাজুল ইসলাম ও সাহিত্যিক সামশুল আলম। স্বনামধন্য কবিগণের সঙ্গে উপস্থিত কিছু উদীয়মান কবির কবিতাও শ্রোতাদের মন কেড়েছে। এম নাজিম,অমল কুমার সাহা, মাজরুল ইসলাম,গোপাল বাইন, ইলবাস আলি, মিতালী বিশ্বাস,তাপসী ভট্টাচার্য, শুকদেব পাল,সমীর কুমার দাশগুপ্ত,জুলফিকার আলি সেখ, সন্তোষ কুমার দাস, মোনালিসা আক্তার, ফৌজিয়া বৈশালী সুলতানা,মুকলেসুর রহমান, হোসাইন হাসিম আনসারী প্রমুখ কবিতা পাঠ করেন। অনূদিত উর্দু কবিতা পাঠ করেন অধ্যাপক ফারুক আব্দুল্লাহ। পঠিত লেখাগুলির অনবদ্য পাঠ-প্রতিক্রিয়া দেন কবি ও গল্পকার এম নাজিম। সংগীত পরিবেশন করেন শান মিস্ত্রী। আবৃত্তি পরিবেশন করেন নাজমুন্নাহার খাতুন, আশুয়ারা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসা আনসারী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct