আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া জেলার সীমান্ত থেকে ফের কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত হল।শুক্রবার ভীমপুর সীমান্তের মলুয়পড়া থেকে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট ও সোনার ইট বাজেয়াপ্ত করেছে বিএসএফ।ঘটনায় একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে মোটরসাইকেলের ভেতরে লুকিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। সোনার বিস্কুট হস্তান্তর করত পাচারকারী। জানা গিয়েছে, সোনার বিস্কুট ও সোনার ইট মিলিয়ে মোট ১৮ টি সোনার বিস্কুট এবং দুটি সোনার ইট
অবৈধ সোনার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে।প্রায় চার কেজি ৬৭১ গ্রাম ওজনের এই সোনার সামগ্রীর বাজার মূল্য প্রায় তিন কোটি ৫০ লক্ষ ৫৫ হাজার ৮৫৫ টাকা।প্রসঙ্গত নদীয়া জেলার সীমান্তে সোনাপাচার রমরমিয়ে বেড়েছে। নিত্যদিন জেলার বিভিন্ন থানা এলাকা থেকে সোনার বিস্কুট বাজেয়াপ্ত হচ্ছে বিপুল সংখ্যায়। অনেক সময় পাচারকারীরা ধরা পড়ছে। আবার অনেক সময় তারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। বিএসএফ সূত্রে জানা গেছে,নাম নাজমুল মন্ডল পাচারকারিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি মলুয়া পড়ার বাসিন্দা।তাকে জিজ্ঞাসাবাদে ৩২ নম্বর ব্যাটেলিয়ান আধিকারিকরা জানতে পারেন। মালুয়াপদ গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের নির্দেশে তিনি এই কাজটি করেছেন এবং তিনি স্বর্ণখালী এলাকার এক অজ্ঞাত ব্যক্তিকে এই মাল পৌঁছে দিতে যাচ্ছিলেন। সোনা বিস্কুট সফলভাবে ডেলিভারি করলে তিনি দশ হাজার টাকা পাবেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে সোনা সহ ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডি আর আই )কলকাতার কাছে হস্তান্তর করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct