জিয়াউল হক, হুগলি, আপনজন: হুগলির রাজহাট মোড়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার মধ্যরাত্রে, যেখানে একটি প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনাটি দেখে অনেকেই অবাক হয়ে যান, কারণ এটি যেন ফিল্মি কায়দার মতো ঘটনা। সুগন্ধা থেকে মগরার দিকে একটি মোটরবাইক অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। ওই সময়ে, রাজহাট মোড়ের কাছে একটি বোলেরো পিকআপ ভ্যান পথ ঘুরছিল। তখন মোটরবাইকটি সজোরে বোলেরো গাড়িটিতে ধাক্কা মারে।
ধাক্কার ফলে, বাইকে থাকা দুজন অলোক তামবা ও সোমনাথ সাহা ছিটকে পড়েন রাস্তার ধারে। দুর্ঘটনার পরই মোটরবাইকে দাউ দাউ করে আগুন ধরে যায়। বোলেরো গাড়ির চালক আহত হন, সাথে সাথেই পূর্ব থানার পুলিশ উপস্থিত হয়ে দুই ভাই কারোরই ও বোলেরো চালককে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়।, সেখানে নিয়ে যাবার পর সোমনাথ সাহা কে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার , অন্যদিকে অপরজনকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়, বাইকটির গতি এতটাই বেশি ছিল যে ধাক্কায় বোলেরো পিকআপ ভ্যানটিও ক্ষতিগ্রস্ত হয়।
এলাকার বাসিন্দাদের মতে, এটি ছিল একটি নজিরবিহীন দুর্ঘটনা। তারা জানায় যে, এমন বিপজ্জনক সড়ক দুর্ঘটনা তারা এর আগে কখনো দেখেনি। দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। তবে এলাকাবাসীর অনেকে মনে করেন, এই দুর্ঘটনার জন্য বোলেরো গাড়ির চালক দায়ী।
ঘটনাস্থলে পোলবা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তাঁরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং জানা যাচ্ছে বাইক আরোহী দুজনেই সাঁতরাগাছির বাসিন্দা, , ঠিক কীভাবে এবং কেন এই দুর্ঘটনা ঘটল, তারও কারণ অনুসন্ধান করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct