আপনজন ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের পর গোড়ালির গুরুতর চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান মোহাম্মদ শামি। ভারতীয় ফাস্ট বোলারের গোড়ালিতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় অনেকটা সেরে উঠলেও জলদি তার মাঠে ফেরা হচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে তার জায়গা হয়নি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সিরিজে না খেলা পেসার জাসপ্রিত বুমরাহ সহ-অধিনায়কের দায়িত্ব দিয়ে দলে আনা হয়েছে। ১৬ অক্টোবর বেঙ্গালুরু টেস্ট দিয়ে শুরু তিন ম্যাচ সিরিজ। পরের দুই টেস্টের ভেন্যু পুনে ও মুম্বাই। ঘরের মাঠে কিউইদের সঙ্গে হোম সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে রয়েছে সংশয়। তাই বুমরাহর সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়াটা যোগ করেছে বাড়তি মাত্রা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারতীয় দলে ছিল না কোনো সহ-অধিনায়ক। ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হওয়ার আগে শুভমান গিলের ডেপুটি হওয়ার সম্ভাবনা খানিকটা থাকলেও বুমরাহর অভিজ্ঞতাকে নির্বাচকরা শেষ পর্যন্ত প্রাধান্য দিয়েছেন। বুমরাহ ২০২২ সালের মার্চে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্ট হোম সিরিজে প্রথমবারের মতো সহ-অধিনায়ক ছিলেন। পরে ২০২৩-২৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকার সফরে দুই টেস্ট এবং চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজে এই দায়িত্ব পালন করেন। ২০২২ সালে এজবাস্টন টেস্টে রোহিত শর্মা করোনা পজিটিভ হওয়ায় টেস্টে নেতৃত্বে ৩০ বর্ষী পেসারের অভিষেক হয়।
১৫ সদস্যের দল সাজিয়েছে বিসিসিআই। চার ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
ভারতীয় দল:
রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মাদ সিরাজ, আকাশদীপ।
রিজার্ভ: হার্শিত রানা, নিতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct