আপনজন ডেস্ক: একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট শুক্রবার তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইট নং IX613 ত্রিচি থেকে শারজাহের উদ্দেশ্যে ৫.৪০ টায় উড্ডয়ন করেছিল, কিন্তু ফ্লাইট চলাকালীন পাইলট বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটির কথা জানতে পারেন। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সাথে যোগাযোগ করা হয় এবং ৩ ঘন্টা আকাশে প্রদক্ষিণ করার পর বিমানটি নিরাপদে অবতরণ করে।
জরুরি অবতরণের কারণে, ত্রিচি বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল। জাহাজে থাকা ১৪০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাইলট দক্ষতার সাথে বিমানটিকে বাতাসে প্রদক্ষিণ করে জ্বালানী কমিয়েছিলেন যাতে অবতরণের সময় দুর্ঘটনার ঝুঁকি না থাকে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের মতে, পাইলট হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি সনাক্ত করার সাথে সাথেই তিনি জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন। এদিকে যাত্রীদের মধ্যে কারিগরি ত্রুটির কথা জানানো হয়েছে যাতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে। পাইলটের প্রচেষ্টায় অবশেষে রাত ৮:১৫ মিনিটে ত্রিচি বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct