সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মাস খানেক আগে ব্যাঙ্গালোরে ঠিকাদার হিসেবে কয়েকজন শ্রমিক নিয়ে কাজে গিয়েছিল লালগোলা থানার আইড়মারি-কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মুকলেসুর রহমান অরফে আপেল(৪১)। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ভোররাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
পরিবার সূত্রে খবর, প্রায় ১৫ জন শ্রমিককে কাজের জন্য ব্যাঙ্গালোরের পানাথুর এলাকায় নিয়ে গিয়েছিল সে। তবে মালিকপক্ষ টাকা বরাদ্দ না করার কারণে শ্রমিকদের পাওনা শোধ করার জন্য দিন কয়েক থেকে চিন্তিত ছিল মুকলেসুর। এমনকি পরিবারের লোকেদের সঙ্গে একাধিকবার এবিষয়ে আলোচনা করেছিল সে।
বৃহস্পতিবার ভোরে লালগোলার ডিহিপাড়ার বাড়িতে খবর আসে, মুকলেসুরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ব্যাঙ্গালোরে তার সঙ্গে যাওয়া শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, মুকলেসুর গত বুধবার সারারাত ঘুমায়নি। ঘটনাস্থলের এক নিরাপত্তা রক্ষী রাত আড়াইটে নাগাদ শৌচালয়ে যেতে দেখে তাকে। কিছুক্ষণ পরেই শৌচালয়ের পাশ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সহ পরিবারের অনুমান, মুকলেসুর আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর শুক্রবার দুপুরে লালগোলার বাড়িতে পৌঁছায় মুকলেসুরের মৃতদেহ। একদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে সমগ্র এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct