চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: শারদ উৎসবে প্রতিবছরের মতন এবারেও গরীব দু:স্থ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন জয়নগর বিধানসভার ফুটিগোদার বিশিষ্ট শিল্পপতি দীননাথ ঘোষ। তিনি তাঁর প্রতিষ্ঠিত জোজা সার্জিক্যালের উদ্যোগে মহা অষ্টমীতে ফুটিগোদার অফিস থেকে জয়নগর, বকুলতলা, মথুরাপুর ও মন্দিরবাজার ব্লকের দু:স্থ ও গরীব শতাধিক মানুষের হাতে পুজোর পোশাক তুলে দেন।এছাড়া এদিন জয়নগর ইনস্টিটিউশন, জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস ও মজিলপুর জেএম ট্রেনিং স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মন্ডল, নাট্যকার কিশলয় বসু, শিক্ষক প্রদীপ বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি দীননাথ ঘোষ সহ আরো অনেকে। এদিনই জয়নগর ও বকুলতলা থানার একাধিক পুজো কমিটিদের হাতে শারদ সম্মান ২০২৪ তুলে দেওয়া হয় বিভিন্ন বিভাগের উপর। এ ব্যাপারে এদিন জোজা সার্জিকালের কর্ণধার তথা বিশিষ্ট শিল্পপতি দীননাথ ঘোষ বলেন, আমি বাইরে থাকলেও আমার প্রাণ পরে থাকে আমার নিজের গ্রাম ফুটিগোদায়, তাই প্রতি বছরই এলাকার গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।এবছর এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি জয়নগর এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া প্রতিবছরের মতন এবারে ও শারদ সম্মাণ তুলে দেওয়া হয় জয়নগরের ও বকুলতলা থানার একাধিক পুজো কমিটিদের হাতে। এলাকার মানুষের টানে আমি সব সময় আছি, যেকোনো সমাজ সেবা মূলক কাজে আমি সব সময় আপনাদের পাশে আছি।এই ধরনের অনুষ্ঠান করতে পেরে ও মানুষের পাশে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আগামী দিনে পড়ুয়াদের জন্য কিছু নতুন পরিকল্পনা নিয়ে আমরা আসছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct