আপনজন ডেস্ক: ফরোয়ার্ড ডেনিজ উন্দাভের জোড়া গোলে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-১ গোলের জয়ে উয়েফা নেশন্স লিগে গ্রুপপর্বে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করায় ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। তিনে থাকা হাঙ্গেরির পয়েন্ট ৩, বসনিয়া ও হার্জেগোভিনার ঝুলিতে ১ পয়েন্ট রয়েছে। বিলিনো পোলজেতে শুক্রবার রাতে খেলার ৩০ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের পাসে বল নিয়ে ডানপায়ে লক্ষ্যভেদ করেন উন্দাভ। দুই মিনিট পর জার্মানি বল জালে জড়ালেও অফসাইডে ব্যবধান তখন দ্বিগুণ হয়নি।৩৬ মিনিটের মাথায় ম্যাক্সিমিলিয়ানের ক্রসে বল নিয়ে উন্দাভ নিজের জোড়া গোল পূরণ করেন।
বিরতির পর ৫৮ মিনিটে হ্যাটট্রিকের আনন্দে মাতেন উন্দাভ। কিন্তু তার এক সতীর্থ অফসাইডে থাকায় গোল বাতিল হয়। ১০ মিনিট পর জালে বল পাঠান সের্গে জিনাব্রি, সেটাও অফসাইডে বাতিল হয়ে যায়। সের্গে জিনাব্রি ৬৮ মিনিটে নিশানাভেদ করলেও তা অফসাইডে কাটা পড়ে। কর্নার কিকে উড়ে আসা বলে এডিন জেকো জালে পাঠালে গোলের দেখা পায় বসনিয়া। ম্যাচের বাকি সময়ে স্বাগতিকরা অবশ্য সমতায় ফিরতে পারেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct