আপনজন ডেস্ক: মূল্য নির্ধারণের উদ্বেগের মধ্যে আইনি চ্যালেঞ্জের কারণে আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার তার পূর্বসূরির চুক্তিগুলো বিশেষ করে বিশেষ আইনের অধীনে করা অস্বচ্ছ, ত্রুটিযুক্ত প্রকল্পগুলো পর্যাপ্তভাবে জাতির স্বার্থ রক্ষা করেছে কিনা তা যাচাইয়ের জন্য একটি প্যানেল তৈরি করেছে। মূল্যের উদ্বেগের জন্য ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে আদানির ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছরের জন্য বিদ্যুৎ কেনার চুক্তিটি পর্যালোচনা হচ্ছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুত চাহিদার প্রায় এক দশমাংশ পূরণ করে। তাই আদানির চুক্তিটি সরাসরি বাতিল করা কঠিন হবে। এছাড়া চুক্তিতে কোনো ধরনের জালিয়াতি করা হয়েছে কিনা সেই সম্পর্কে শক্তিশালী প্রমাণ ছাড়া আন্তর্জাতিক আদালতে আইনি চ্যালেঞ্জ ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সূত্র জানিয়েছে, চুক্তি থেকে সরে আসা সম্ভব নাও হতে পারে, একমাত্র সম্ভাব্য বিকল্প হচ্ছে মূল্য কমানোর জন্য পারস্পরিক সমঝোতা হতে পারে। দ্বিতীয় সূত্র জানিয়েছে, চুক্তি থেকে সরে আসা সম্ভব নাও হতে পারে, একমাত্র সম্ভাব্য বিকল্প হচ্ছে মূল্য কমানোর জন্য পারস্পরিক সমঝোতা হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct