আপনজন ডেস্ক: দক্ষিণ কলকাতার ত্রিধারা পূজামণ্ডপের সামনে লিফলেট বিতরণ ও স্লোগান দেওয়ায় ৯জন জুনিয়ার ডাক্তারকে গ্রেফতার করেছিল লালবাজারের পুলিশ। ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচিতে অংশগ্রহণকারী ওই নয়জন জুনিয়র চিকিৎসকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় কলকাতার হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা সরকার তাঁদের মুক্তির আদেশ দেন। এক হাজার টাকা বন্ডের মাধ্যমে তারা মুক্তি পান। শুনানি শেষে বিচারপতি শম্পা সরকার ওই নয় আন্দোলনকারীকে অন্তর্বর্তী জামিন দিয়ে ১৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গত বুধবার থেকে শহরজুড়ে ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কর্মসূচির অংশ হিসেবে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে ১০ দফা দাবিতে লিফলেট বিতরণ করছিলেন তারা। এসব ঘটনার প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের ডাকে বিশাল এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ধর্মতলার অনশন মঞ্চের কাছে। তাঁরা ঘোষণা দেন, জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের অনশন চলবে। । বৃহস্পতিবার রাতে অনশনকারী চিকিৎসকদের একজন অনিকেত মাহাতো গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তকাল রাতে অনশন মঞ্চে যোগ দিয়েছেন আরও দুই জুনিয়ার চিকিৎসক। এ ছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুই জুনিয়র চিকিৎসকও আমরণ অনশন করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct