আপনজন ডেস্ক: ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল প্রোটিয়ারা। প্রথম টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। বাঁ হাতের বাহুর মাংসপেশির চোটে ভুগছেন বাভুমা। সিরিজের প্রথম টেস্টে খেলা না হলেও তাকে নিয়েও বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বাভুমা বহরের সঙ্গে মঙ্গলবার ঢাকায় যাবে। দলের সঙ্গে থেকেই ও ২৯ অক্টোবরের ম্যাচের জন্য রিকভারি চালিয়ে যাবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ।
বাভুমার অনুপস্থিতিতে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মাক্রাম। বাভুমার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসকে। মেরুদণ্ডের চোটের কারণে বাদ পড়া নান্দ্রে বার্গারের পরিবর্তে খেলবেন এনগিদি।
স্কোয়াড : টেম্বা বাভুমা (প্রথম টেস্টে নেই), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মাক্রাম (প্রথম টেস্টে অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিডি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct