আপনজন ডেস্ক: রেল দুর্ঘটনা থেকে কোনওভাবেই রেহাই পাওয়া যাচ্ছে না। শুক্রবার রাতে একটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা মারল উচ্চগতির একটি যাত্রীবাহী ট্রেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনো পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহতদের চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন। সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে চেন্নাই রেল বিভাগের পোন্নেরি-কাভারপেট্টাই স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ১২ থেকে ১৩টি কামরা লাইনচ্যুত হয়। একটি কামরায় আগুন ধরে যায়। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করছে। হতাহতদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।’ রেল বোর্ড জানায়, পণ্যবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় মহীশূর থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রাবাহী ট্রেনটি ভুল লেনে ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct